দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধীরগতিতে বোলিং করার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। এতে চলতি আসরের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হবে না এই তারকা ব্যাটসম্যানের। প্রথম ইনিংসের জন্য নির্ধারিত সময় শেষেও চার ওভার বল করার বাকি ছিল। এ কারণে ম্যাচ শেষে থারাঙ্গার উপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রয়োগ করেন আইসিসির ম্যাচ রেফারীদের এলিট প্যানেলের সদস্য ডেভিড বুন। আইসিসির এই সিদ্ধান্ত একবাক্যেই মেনে নেন থারাঙ্গা। এজন্য তাকে কারণ দর্শাতে হয়নি। ধীরগতির বোলিংয়ের অভিযোগে থারাঙ্গার বিরুদ্ধে চার্জ গঠন করেছিলেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার, থার্ড আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ অফিশিয়াল ব্রুস অক্সেনফোর্ড, যাদের সবাই আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment