
বাগদান
সম্পন্ন হল ভারতের তারকা ক্রিকেটার জহির খান এবং বলিউড অভিনেত্রী সাগরিকা
ঘাটগের। মঙ্গলবার সেই অনুষ্ঠানে গিয়েই 'ভাইরাল হলেন বিরাট-আনুশকা' জুটি।
সাদা শার্টে ভারতের ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি, কালো ড্রেসে বলিউড ডিভা
আনুশকা শর্মা। হাতে হাত, বিরাট-আনুশকা একসাথে জহির-সাগরিকার বাগদান
অনুষ্ঠানে ঢুকতেই দিশা পরিবর্তন করল সব ক্যামেরা।
একসাথে সহস্রাধিক শাটারের
ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। জহির-সাগরিকার বাগদান অনুষ্ঠানে মূল
আকর্ষণ হয়ে উঠলেন বিরাট-আনুশকা জুটি। এর আগেও ভারতের তারকা ক্রিকেটার
যুবরাজ সিং এবং বলিউড ডিভা হেজেল কিচের বিয়ের অনুষ্ঠানে গিয়ে গোটা শো
'চুরি' করেছিলেন বিরাট এবং আনুশকা। জাহির-সাগরিকার বাগদান অনুষ্ঠানে সেই
ঘটনারই পুনরাবৃত্তিই ঘটল বলে মিডিয়া মহলের একাংশের মত।
0 comments:
Post a Comment