
গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর
সিরাজুল হক ওরফে ছিরু মোল্লা হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন
আদালত। একই মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে ১০ বছর করে
সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের
প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং
১০ বছর কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে
আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। প্রায় দেড় যুগ পরে বৃহস্পতিবার
দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় ঘোষণা
করেন।
মত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– জাকারিয়া সাবু (৩৮), অলিউজ্জামান ওরফে
খোকন মাস্টার (৪২), শাহাদত হোসেন (৩৮), হেমায়েত উদ্দিন (৩২) ও শাজাহান
(২৯)। এদের মধ্যে সাবু ও শাজাহান পলাতক রয়েছেন। এছাড়া যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত
১৭ জনের মধ্যে তিনজন এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন পলাতক
রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের
সিরাজুল হক ছিরু মোল্লার সঙ্গে আসামিদের গ্রাম্য আধিপত্য নিয়ে কোন্দল ছিল।
এর জের ধরে ১৯৯৯ সালের ১৬ অক্টোবর দুপুরে জুমার নামাজ পড়ে ছিরু মোল্লা
নৌকায় করে বাড়ি ফেরার পথে আসামিরা নৌকায় হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা
করে। এ ঘটনায় ছিরুর স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী
থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই ৩৭ জনের বিরুদ্ধে চার্জশির্ট
দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
0 comments:
Post a Comment