রিভিউ খারিজ, গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে মওদুদকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা বিষয়ে করা রিভিউ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ রিভিউ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এ রায়ের ফলে মওদুদ আহমদকে বাড়িটি ছাড়তেই হচ্ছে। এর আগে গত ৩১ মে শুনানি শেষ ৪ জুন রায়ের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, 
ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। তাঁদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ। পরে ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, এ মামলার শুনানি শেষ হয়েছে। আদালত রায়ের জন্য ৪ জুন দিন নির্ধারণ করেছিলেন। গত বছর ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করেন আপিল বিভাগ। গত ৩০ আগস্ট এই মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে পরে রিভিউ করেন মওদুদ।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment