টান টান উত্তেজনার ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বিদের কুপোকাত করতে ভারতের অস্ত্র কী হবে, পেস না স্পিন? এ নিয়ে দ্বিধায় এখন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রস্তুতি ম্যাচে পেসাররা দারুণ বল করেছেন। মোহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, যশপ্রীত বুমরা- সবাই ফর্মে আছেন। আবার দুই স্পিনার অশ্বিন এবং রবিন্দ্র জাদেজা। এবং, ফর্মের বিচারে এক স্পিনার নিয়ে খেলতে হলে বসাতে হয় অশ্বিনকে। এতটাই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে দল যে, সাংবাদিক সম্মেলনে কোহালি স্বীকারও করে গেলেন, ‘‘সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে যাচ্ছে। সবাই ভালো বল করেছে। কাল (রোববার) ম্যাচের দিন এসে কন্ডিশন দেখে ঠিক করব।’’ মেঘলা আকাশ থাকায় অন্তত তিন পেসার খেলানোর দিকে পাল্লা ভারী। সেক্ষেত্রে শামি, বুমরার সাথে ভুবনেশ্বর বা উমেশের মধ্যে একজন খেলবেন। পাঁচ বোলারে খেলার কথাই ভাবছে ভারত। সেই নকশা মেনে এগোলে দুই স্পিনারকেই খেলানো হবে। অশ্বিন না জাদেজা, সেই কঠিন সিদ্ধান্ত নেয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন কোহালি। তবে পাঁচ বোলারে খেললে হার্দিক পান্ডেয়া না কেদার যাদব- কাকে খেলানো হবে তাও ঠিক করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটি ম্যাচেই বড় রানের প্রবণতা দেখা গেছে। এজবাস্টনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচেও রান হয়েছে। সেই কারণে বোলিং মজবুত না করে নামলে ভুগতে হতে পারে ভারতকে।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment