শহিদ আফ্রিদি, মিসবাহ উল হক ও ইউনিস খানের মতো তারকা ক্রিকেটারদের বিদায়ের পর পাকিস্তান এখন তরুণদের দলে পরিণত হয়েছে। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়া দলের মাত্র দু'জনই এখন বর্তমান দলে আছেন। নয়জনই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে বাদ দিলে পুরো পাকিস্তান দল তারুণ্যে ভর্তি। পাকিস্তান বোর্ড আগামী ২০১৯ বিশ্বকাপের দিকে তাকিয়ে নতুন প্রজন্মের দল গড়ে তুলতে চাচ্ছে। সেই কারণেই সরফরাজ আহমেদকে অধিনায়ক করে তরুণ দল পাঠানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ তরুণ দলটিই আজ অভিজ্ঞ ভারতের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
পাকিস্তান স্কোয়াড :
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সাদাব খান, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।
পাকিস্তান স্কোয়াড :
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সাদাব খান, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।
0 comments:
Post a Comment