সাংবাদিক পেশাজীবীদের সম্মানে আজ খালেদার ইফতার

দেশের বিশিষ্ট সাংবাদিক, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সম্মানে ইফতার মাহফিলের অায়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এই ইফতার মাহফিল হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপারসন দেশের বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে তা হবে। আগামীকাল একইস্থানে দেশের বিভিন্ন রাজনৈতিকদল ও রাজনীতিবিদদের সম্মানে আরো একটি ইফতারের আয়োজন করবেন বেগম খালেদা জিয়া। এই ইফতারে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment