সাভারের জঙ্গি আস্তানা থেকে পলাতক নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার রাতে সাভার ও লক্ষ্মীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স
বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, গত ২৬ মে রাতে জঙ্গি আস্তানা সন্দেহে সাভারে
নামাগেণ্ডা এলাকায় ছয়তলা একটি বাড়ি ঘেরাও করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
সেখানে বিস্ফোরক পাওয়া গেলেও পালিয়ে যায় সন্দেহভাজন জঙ্গিরা। এ ঘটনায় জড়িত
সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment