বন-জঙ্গল ছাড়া সাধারণত ফুলটির দেখা মেলে
না। তবে ব্যতিক্রম ঘটেছে শিকাগোর উদ্ভিদ উদ্যানে। সেখানে একসঙ্গে ফুটেছে
দুটি শব পুষ্প। ইংরেজিতে একে বলে কর্পস ফ্লাওয়ার। এর বাংলা করলে দাঁড়ায় ‘শব
পুষ্প’। বিশ্বের সবচেয়ে বড় ফুল এটি। ফুটলে ছোটে ভয়ানক লাশ পচা দুর্গন্ধ।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মানুষের কাছে এ ফুলের দুর্গন্ধ অসহনীয় হলেও
কীটপতঙ্গের কাছে কিন্তু লোভনীয়। এ দুর্গন্ধের টানে নানা প্রজাতির কীটপতঙ্গ
উড়ে এসে বসে ফুলটিতে। বেগুনি ও কমলার মিশেলের এ ফুলের বৈজ্ঞানিক নাম টাইটান
অ্যারাম (অ্যামোরোফোফ্যালাস টাইটানাম)।
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ফুলটি
প্রথম দেখা যায়। এরপর এটি প্রায় বিলুপ্ত হতে বসে। পরে বিভিন্ন দেশের অনেক
উদ্যানে এ ফুলের চাষ শুরু হয়। একটি গাছে ফুল ধরতে প্রায় ১০ বছর লাগে। এতদিন
অপেক্ষার পর একটি ফুল ফুটলে এক দিনেই তা মিলিয়ে যেতে শুরু করে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, শুক্রবার যমজ ফুল দুটি দেখতে হাজারও দর্শনার্থী
হাজির হন শিকাগোর উদ্যানটিতে। এখানকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেগ
মুলার বলেন, একসঙ্গে দুটি কর্পস ফুটতে দেখা খুবই বিরল ঘটনা। ফুল দুটি
দর্শনার্থীদের জন্য ৮ জুন পর্যন্ত প্রদর্শন করা হবে।
0 comments:
Post a Comment