পাক-ভারত ম্যাচে বৃষ্টির আশঙ্কা

রাজনৈতিক কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে সবসময়ই বিরাজ করে বৈরি সম্পর্ক। যার প্রভাব পড়ছে দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় প্রেক্ষাপটেও। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি। স্বভাবতই হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ক্রিকেটবিশ্বে কাজ করছে তুমুল উত্তজেনা। তবে ম্যাচের আগে একটি দুঃসংবাদ জানালেন ইংল্যান্ডের আবহাওয়াবিদরা। বার্মিংহামে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে আঘাত হানতে পারে বৃষ্টি। খবর অনুযায়ী, ওই ম্যাচে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতোমধ্যে একটি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়েছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। ফলে দুই দলই ভাগাভাগি করেছে পয়েন্ট। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ভেসে যাওয়ার আক্ষেপে পুড়তে থাকা সমর্থকদের এখন একটাই আশা, বৃষ্টি মুক্ত থাকুক ভারত-পাকিস্তান মহারণ!
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment