তীব্র উত্তেজনার মধ্যে একটি চীনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলায় দেখা গেছে সন্দেহজনক চীনা হেলিকপ্টার। সীমান্ত লাগোয়া বারাহোটি এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর ফিরে যায় হেলিকপ্টারটি। চামোলি জেলার পুলিশ সুপার তৃপ্তি ভাট বলেছেন, “শনিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বারাহোটি এলাকার আকাশে একটি চীনা হেলিকপ্টার দেখা গেছে। চার মিনিট সেটি ভারত সীমায় ছিল।” একইসাথে তিনি আরো জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই ধরণের কাজ আগেও করেছে চীন। যদিও এদিন আইন অমান্য করে কিছু হয়েছি কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তৃপ্তি দেবী। পুরো বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে চামোলি জেলা প্রশাসন। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চামোলি জেলার এসপি তৃপ্তি ভাট।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment