বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, ফুটবল
ইতিহাসের সেরা দুটি দল। আবার একে অন্যের চিরপ্রতিদ্বন্দ্বি। মাত্রই রিয়াল
মাদ্রিদের কাছে স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা। বিদায়
নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকেও। তবে দারুণ খেলে জুভেন্টাসকে
হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিজেদের করে নেয়া
রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেনি কাতালান ক্লাবটি। সামাজিক
যোগাযোগ মাধ্যম টুইটারে রিয়ালকে অভিনন্দন জানিয়ে বার্সা কর্তৃপক্ষ লেখেন,
'কার্ডিফে ট্রফি জেতার জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন।'
এর আগে কার্ডিফের
মিলেনিয়াম স্টেডিয়ামে একপেশে ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসকে ৪-১
গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেন পর্তুগিজ সুপারস্টার
ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি দুই গোল করলেন কাসেমিরো এবং মার্কো আসেনসিও।
জুভেন্তাসের হয়ে একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ। এ নিয়ে মোট ১২বার
ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পরলো রিয়াল মাদ্রিদ। আর চ্যাম্পিয়ন্স
লিগ নামে টুর্নামেন্টটি পরিচিত হওয়ার পর প্রথম কোনো ক্লাব হিসেবে শিরোপা
ধরে রাখল জিনেদিন জিদানের দল।
0 comments:
Post a Comment