মৌসুমী হামিদ এবার গোলাপজান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে খুব পছন্দ করেন এ অভিনেত্রী। সে ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে এক পরিশ্রমী মেয়ের চরিত্রে। এমন চরিত্রের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান দেন মৌসুমী। কিছু ছবিও পোস্ট করেন তিনি, যেখানে উত্তরবঙ্গের এক ধান সেদ্ধর চাতালে বস্তায় চালের কুড়া ভরে সেলাই করছেন এক পরিশ্রমী মেয়ে।
মেয়েটি মৌসুমী হামিদ। ক্যাপশনে লেখা গোলাপজান। গল্পে দেখা যাবে জীবিকার তাগিদে মৌসুমী গ্রামের ধান মাড়ানোর মিলে কাজ করেন। গ্রামের নানা প্রতিকূলতার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেই যান প্রতিনিয়ত। এমনই এক নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘গোলাপজান’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন এ লাক্স তারকা। এতে আরও অভিনয় করছেন আবুল কালাম আজাদ। আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment