মাগুরায় শিশুকে বলাৎকার : আটক ১

মাগুরার মহম্মদপুর উপজেলায় পাঁচ বছর বয়সের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে এ ঘটনার পর রাতে মুকুল মুন্সী (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে কয়েক দিন আগে শিশুটি তার মা-বাবার সঙ্গে মহম্মদপুরের বড়রিয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। শিশুটি তার ভ্যানচালক মামার সঙ্গে শনিবার বিকেল পাঁচটার দিকে ধোয়াইল বাজারে আসে। শিশুটিকে ভ্যানে বসিয়ে রেখে তার মামা বাজারের ভেতরে যান। এ সময় মুকুল মুন্সী নামের প্রতিবেশি যুবক চকলেট ও ১০০ টাকার একটি নোট দিয়ে শিশুটির সঙ্গে খাতির জমান।
একপর্যায়ে মুকুল শিশুটিকে ফুসলিয়ে বাজারের পাশের পাটখেতে নিয়ে বলাৎকার করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মুকুল পালিয়ে যান। পরে শিশুটিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ওসি বলেন, শিশুটির নানার বাড়ির পাশেই কৃষি শ্রমিক মুকুলের বাড়ি। মুকুল বিবাহিত। সন্ধ্যার পর শিশুটিকে নিয়ে তার বাবা-মা, নানা ও মামা থানায় আসেন। ঘটনাটি জানার পর রাত সাড়ে ৯ দিকে এসআই জামাল মুকুলকে তার বাড়ি থেকে আটক করেন। ওসি বলেন, এ ঘটনায় শিশুটির মা আলো মতি বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment