
আপন
জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা আনুষ্ঠানিকভাবে জব্দ করছে
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৈধ কাগজ দেখাতে না পারায় আজ রোববার তা
জব্দ করা হয়। সকাল ৯টা থেকে আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট,
গুলশান অ্যাভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শোরুমে
সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোনা জব্দের কার্যক্রম শুরু হয়। শুল্ক
গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক শাফিউর রহমান জানিয়েছেন, পাচটি
শো রুম থেকে আটক সোনাগুলো একে একে ব্যাংকে জমা দেয়া হবে।
0 comments:
Post a Comment